এরাত সম্পর্কে আল্লাহ পাক তার কালাম পাকে ইরশাদ করেছেন "হা-মীম অলকিতা বিশ্ববীন ইন্নাআনযালনাহু ফি"হা মীম! (এটি হুরুফে মুক্কাত্ তায়াত। এর অর্থ আলাহ পাক ও তাঁর রসুল (সাঃ) বেতর জানেন এবং ঐ সকল বান্দা জানেন যাঁদেরকে আল্লাহ পাক, কিংবা আল্লাহ পাকের হাবীব নবী পাক (সাঃ) জানিয়েছেন) শপথ প্রকাশ্য কিতাবের, নিশ্চয়ই আমি কুরাণ শরীফ নাযিল করেছি। অর্থাৎ নাজিলের সিদ্ধান্ত নিয়েছি এক বরকতময় রাত্রিতে। নিশ্চয়ই আমিই ভীতি প্রদর্শনকারী। আমারই নির্দেশক্রমে উক্ত রাতে প্রতিটি প্রজ্ঞাসম্পন্ন বিষয় ফয়সালা করা হয়। নিশ্চয়ই আমি প্রেরণকারী। আপনার রবের পক্ষ থেকে রহমত। নিশ্চয়ই তিনিই অধিক শোনেন এবং জানেন।" (সুরা দুখান)
উক্ত আয়াত শরীফের ব্যাখ্যা:-
"এ আয়াত শরীফ সম্পর্কে মুফাসসিরীন-ই কিরামগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুফাসসির তথা জলিলুল কদর সাহাবী রঈসুল মুফাসসিরীন হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, অর্থ "মহান আল্লাহ পাক লাইলাতুম মুবারাকাহ অর্থাৎ বরকতময় রাত্রি বলতে শা'বান মাসের মধ্যরাত অর্থাৎ শবে বরাতকে বুঝিয়েছেন। আলাহ্ পাক এরাতে সকল প্রজ্ঞা সম্পন্ন বিষয়ের ফয়সালা করে থাকেন" (ছফওয়াতুত তাফসীর)।
"নূজহাতুল মাজালিস” কিতাবে বর্ণিত আছে, একদা হজরত জিবরীল আমিন আলাইহিস সলাম ১৪ই শা'বান দিবাগত রাত্রিতে (শবেবরাতে) হজরত রসুলে পাক (সাঃ) এর নিকট আগমন করে বললেন, আয় আল্লাহর রসুল ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! এই রাত্রিতে জাগ্রত থাকিয়া ইবাদাত বন্দিগী করুন, কেননা এই রাত্রিতে বান্দার যাবতীয় (নেক) আরজু পূরণ করা হয়।
অতঃপর হুজুর পাক (সাঃ) ইবাদত বন্দিগীতে মশগুল হয়ে গেলেন। হজরত জিবরীল (আঃ) পুনরায় এসে বললেন, আয় রহমতে আলম (ছাঃ) আপনি আপনার উম্মতদেরকে সুসংবাদ প্রদান করুন যে, এই মুবারক রাত্রিতে আল্লাহ পাক রব্বুল 'আলামীন মুশরীক ব্যতীত আপনার সকল উম্মতকে ক্ষমা করে দিবেন অতঃপর হজরত জিরবাইল (আঃ) নবী (সাঃ) কে সম্বোধন করে বলেন, 'আপনি আপনার মাথা মুবারক উত্তোলন করুন।' তিনি মাথা মুবারক উত্তোলন করে দেখতে পেলেন, জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়েছে। অন্য বর্ণনায় আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয়েছে এবং প্রথম দরজার ফেরেশতাগণ উচ্চস্বরে ঘোষণা করছেন, ঐ সকল লোকদের জন্য সুসংবাদ যারা এ রাত্রিতে রুকু করবে। দ্বিতীয় দরজার ফেরেশতাগণ উচ্চস্বরে ঘোয়ণা করছেন। এ রাত্রিতে যারা সিজদাকারী তাদের জন্য সুসংবাদ। তৃতীয় দরজার ফেরেশতাগণ উচ্চস্বরে ঘোষণা করছেন, এ রাত্রিতে দোয়াকারীগণের জন্য সুসংবাদ। চতুর্থ দরজার ফেরেশতাগণ উচ্চস্বরে ঘোষণা করছেন এ রাত্রিতে আল্লাহ পাক এর ভয়ে ক্রন্দনকারীগণের জন্য সুসংবাদ। পঞ্চম দরজার ফেরেশতাগণ উচ্চস্বরে ঘোষণা করছেন, এ রাত্রিতে দান ছদকা ও অন্যান্য নেককাজ সম্পাদনকারীদের জন্য সুসংবাদ। ষষ্ঠদরজার ফেরেশতাগণ উচ্চস্বরে ঘোষণা করছেন কোন আবেদনকারী আছে কি? যার আবেদন পুরা করে দেওয়া হবে। সপ্তম দরজার ফেরেশতাগণ উচ্চস্বরে ঘোষণা করছেন কোন ক্ষমা প্রার্থনাকারী আছে কি? তাকে ক্ষমা করে দেওয়া হবে। আল্লাহ পাক এর নবী হুজুর (সাঃ) বলেন আমি হজরত জিবরীল (আঃ) কে জিজ্ঞাসা করলাম, এ দরজা সমূহ কোন সময় পর্যন্ত খোলা থাকবে? তিনি জবাবে বললেন, ফজর পর্যন্ত। আরো বললেন, এ রাত্রিতে আল্লাহ পাক বণী কলব সম্প্রদায়ের বকরী ভেড়ার পশমের সমপরিমাণ জাহান্নামী লোকদেরকে মুক্তি দিয়ে থাকেন।
0 Comments